আবার সাজাবো নিজেকে নতুন করে।
ঘাস পাতার ছাউনি দেব বুকের বাম পাশে,
মাথার চুলে দেব লাউ কুস্তির অন্ধকার,
বন কচুর প্রলেপ চেঁচে
মেশাবো চামড়ার অনাচ কানাচ,
নেপোলিয়ানের রক্ত দিয়ে
অস্থিকোষে আনবো যৌবনের আগুন।
আবার হয়ে উঠবো ষোড়ষ শতকের রাজকুমার।
তারপর শাজাহানের বিকেল চুরি করে ,
দাঁড়াবো তোমার সামনে।
তখনও কি মুখ ঘুরিয়ে রাখবে
পরন্ত বিকেলের সূর্যপানে?
জানি পারবেনা-
এখন আমি চির বসন্ত,
অনন্ত সকাল,
কৃষ্ণের সুদর্শন চক্র,
আর তোমার স্বপ্নের রাজকুমার
~ রাজকুমার সাঁতরা ~
রচনাকাল : ২৬/২/২০২০
© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।