Sourin Bej

সৌরীন্দ্র বেজ ( সৌরীন)

সংক্ষিপ্ত পরিচিতি -

সৌরীন্দ্র বেজ ( সৌরীন) ৩রা অক্টোবরে হুগলী জেলার ব্যান্ডেলে জন্মগ্রহণ করেন।

উনি ম্যানেজমেন্ট এর পাঠ শেষে এডুকেশন আর ইংরাজী সাহিত্যে স্নাতকোত্তর। উনি পেশায় শিক্ষক।

লেখালিখি ওনার এক ভালোবাসার বিষয়। গল্প-প্রবন্ধের পাশাপাশি উনি টেলিভিশনের জন্যে নিয়মিত স্ক্রিপ্ট ও লেখেন। লিটল থেকে ই-ম্যাগাজিন সর্বত্রই ওনার লেখা কম-বেশি প্রকাশিত হয়েছে।

  • পত্রিকায় প্রকাশিত লেখনী

অতিথি সংখ্যা : ১০৫৪২৩৫৬
kisholoy Unique counters
fingerprintLogin account_circleSignup