মিঠে নোনতা স্বাধীনতা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : সৌরীন্দ্র বেজ ( সৌরীন)


কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ৫ টি লেখনী ২০ টি দেশ ব্যাপী ৫৮৩৫ জন পড়েছেন।
Sourin Bej
স্বাধীনতা হীনতায় কেউ বাঁচতে চায়না, তাই মায়ের দেওয়া মোটা কাপড়ে নুন আনতি পান্তা ফুরালেও রং দে বসন্তী। ক্ষীর নদীর কুলে খোকা মাছ ধরতে যাক বা গাঁয়ের বধূ জীবনের মধু মাসের রূপকথা শোনাক, নো পরোয়া। বাকী যারা থাকলো শিক্ষিত, পার্টির কাজে দীক্ষিত, কাম বাসনায় বিকৃত, জাগ্রত ভারতে নিদ্রিত তাদের জন্যে সভা টু সালিসি, টেক ইট ইজি পলিসি। খিড়কি থেকে সিংহ দুয়ার, আগে নিজে বাঁচুন, পরে অন্যকে বাঁচান। মেরা ভারত মহান। শহীদ স্মরণে রক্ত ঋণ? রাত দিন, সাত দিন, বাকী সব বাদ দিন। খোদ ব্যাঙ্ক ই যে ঋণ খেলাপি। পাপ থেকে পাপী, সবাই বাপি বাড়ি যা, খা খুজা বত্তি বুঝা।কিসসা কুর্সি কা, তাই ভুখা নাঙ্গাদের দেশেও শেয়ার বাজার চাঙ্গা, জাত তুলে দাঙ্গা, সিন্ডিকেটের পাঙ্গা, রাম তেরি গঙ্গা। খেতে পেলে শুতে তাই কেনা কাটা ফ্রি তে, কনে বউ লাজে তবু একশো দিনের কাজে, অর্থনীতি খোঁড়া তো বেয়ারা চালাও ফোয়ারা, এমনই চলছে, এমনই চলবে।কারন স্বাধীনতা তো একটা খোয়াব। গলা ফাটিয়ে বলেছি একদিন হাম হোঙ্গে কামিয়াব। তাই নো চিন্তা, ডু ফুর্তি, বাজাও তেড়ে চক দে ইণ্ডিয়া টু মেরে দেশ কি ধরতি। রাস্তায় দেখা হলেই লজ্জা ঘেন্না ভয়, তিন থাকতে নয়, স্বাধীনতা দিবস কি জয়। অং বং চং, পতপত করে উড়ছে তিন রং। ক্যালেন্ডারে লাল দাগ ব্যাস ভাগ মিলখা ভাগ আর তার সঙ্গে ভাগ ত্যাগ, তিতিক্ষা, সহমর্মিতা। রেশন টু কোরাপশান, সব যা তা। গান্ধী জাতির পিতা হলে কি হবে, দেশবন্ধু তো মিষ্টান্ন ভাণ্ডার, সুভাষ গুমনামী নাহলে সরোবর, যতীন দাস পার্ক আর মাষ্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। দেশপ্রেম খোঁজ ক্রিকেটের মাঠে আর নাহলে সাত সকালে রেড ফোর্টে। স্বাধীনতা খায় না মাথায় মাখে? আম জনতার বারো মাস, হাতে হ্যারিকেন ড্যাশে বাঁশ। হাতে গোনা কয়েকজনের পৌষ মাস তো বাদ বাকীদের সর্বনাশ।ওই দ্যাখো কোথায় আবার একটা তার কাটা গাইছে “ ইয়ে ক্যা হুয়া, ক্যায়সে হুয়া, কিউ হুয়া...”, আরে থামাও ওকে এক্ষুনি, নাহলে হুক্কা হুয়া শুরু হয়ে যাবে। ঠাকুর বলেছেন না, “ যে সয় সে রয়, যে না সয়, সে নাশ হয়” তবে? সয়ে যাও। স্বাধীনতা চেয়েছি, স্বাধীনতা পেয়েছি।রাজা হবে খানখান নাহয় পরে ভাববো, আপাতত অন্ন,বস্ত্র,বাসস্থান, জয় কিষান, জয় জওয়ান, ইসরো থেকে চন্দ্রযান, সর্বশিক্ষা অভিযান, অস্কারে রে রহমান, এক জাতি এক প্রাণ এসব নিয়েই ভাবি। আতা পাতা বাঁশ পাতা, এতেই আমাদের স্বাধীনতা। সাহেব বিবি অউর গুলাম, কাম তমাম, তাই মা তুঝে সলাম।এইরে, কথায় কথায় আসল কথাটাই বলা হয়নি। স্বাধীনতা মানে পতাকা তুলেই জিলিপি, লজেন্স বিস্কুট। তারপরেই ছুট... ছুট... ছুট।
রচনাকাল : ১৪/৮/২০২০
© কিশলয় এবং সৌরীন্দ্র বেজ ( সৌরীন) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 19  France : 61  Germany : 105  India : 780  Lithuania : 1  Netherlands : 3  Norway : 37  Romania : 7  Russian Federat : 23  
Sweden : 12  Switzerland : 4  Ukraine : 58  United Kingdom : 8  United States : 167  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 19  France : 61  Germany : 105  
India : 780  Lithuania : 1  Netherlands : 3  Norway : 37  
Romania : 7  Russian Federat : 23  Sweden : 12  Switzerland : 4  
Ukraine : 58  United Kingdom : 8  United States : 167  
লেখক পরিচিতি -
                          সৌরীন্দ্র বেজ ( সৌরীন) ৩রা অক্টোবরে হুগলী জেলার ব্যান্ডেলে জন্মগ্রহণ করেন।

উনি ম্যানেজমেন্ট এর পাঠ শেষে এডুকেশন আর ইংরাজী সাহিত্যে স্নাতকোত্তর। উনি পেশায় শিক্ষক।

লেখালিখি ওনার এক ভালোবাসার বিষয়। গল্প-প্রবন্ধের পাশাপাশি উনি টেলিভিশনের জন্যে নিয়মিত স্ক্রিপ্ট ও লেখেন। লিটল থেকে ই-ম্যাগাজিন সর্বত্রই ওনার লেখা কম-বেশি প্রকাশিত হয়েছে। 
                          
© কিশলয় এবং সৌরীন্দ্র বেজ ( সৌরীন) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মিঠে নোনতা স্বাধীনতা by Sourin Bej is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪৮৬২২৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী