বন্ধু মানে সুখের সাথী, দুখের নরম কাঁধ
বন্ধু মানেই সবসময়ের বিশ্বাসী এক সাথ;
বিপথে গেলে এই বন্ধুই দেয় যে কড়া ধমক
খারাপ মন করতে ভালো দেয় হাসির চমক।
এই অবধি বন্ধুত্বের কথা সহজে বোঝা যায়
এবার আসি আমরা-ওরায়।
আমরা মানে চিন্তা করে বন্ধুর ভালো,
ওরা মানে যারা আনে অন্ধকারের কালো।
তোমার ঐ বন্ধুদের এ কেমন ধারা?
মেয়েদের সাথে ছেলেদের এত ঢলে পড়া!
'ওরা' বলে আনন্দেতে কাটাব জীবন সুখে
তাইত দেখি ঘরে 'ওরা'-দের গ্লাস-সিগারেট মুখে!
বন্ধুদের নিয়ে 'ওরা' শুধু ফুর্তিটাই জানে
মিথ্যে বলিয়ে মায়ের কাছে 'ওরা' দলে টানে।
পড়াশোনায় নিম্নমানের করে নাগো ফেল
পাশ করাটা 'ওদের' কাছে 'ভানুমতীর খেল'।
এবার আসি অন্যদিকে 'আমরা'-দের কথায়
এদের কিন্তু সবকিছুই অন্যরকম হয়।
'আমরা' যারা করে নাগো বন্ধুদের তোয়াজ,
ভুল করলে গালি দেওয়া 'আমরা' -দের রেওয়াজ।
বিপদে তারা লাগায় জান, বন্ধুদের পাশে
বন্ধুর সুখে 'আমরা' সুখি, তার খুশিতেই হাসে।
'আমরা' সবাই ফুর্তি বোঝে, বোঝে কিসে ভালো
'আমরা' মিলে বন্ধুদের জীবন করে আলো।
'আমরা' বলে সোজা কথা নেইকো তাতে ছল।
'আমরা' যদি থাকে সাথে পাবেই ভালো ফল।
বিপদে যদি পড় কভু পিঠ দেখাবে 'ওরা'
'আমরা' দেবে হাসিমুখে বিপদকে ফুলের তোড়া।
'ওরা' বোঝে মদের গ্লাসে আনন্দ আছে বেশি
'আমরা' জানে সোজাপথেই আসতে পারে খুশি।
বর্তমানে 'আমরা' দের সংখ্যা বড়ই কম
তাইত 'ওরা' সবসময় দেখিয়ে যায় দম।
রচনাকাল : ৯/৩/২০১৭
© কিশলয় এবং অর্ণব দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।