অনেক ইচ্ছেরা সত্যি হতে পারত,
অনেক স্বপ্নেরা বাস্তব হতে পারত,
অনেক প্রাণ জন্ম নিতে পারত,
অনেক কবিতা প্রেম হতে পারত।
যদি একবার তুমি ফিরে তাকাতে,শুধু একবার!
যদি একটুকু যত্ন নিতে তুমি,একটুকু যত্ন!
যদি একটুকু নিঃস্বার্থ হতে পারতে,একটুকু নিঃস্বার্থ!
যদি একবার সব রঙ মিশিয়ে সাদা হতে পারতে।
যদি একবার তুমি ইশ্বরের দোহাই দেওয়াটা বন্ধ করতে !
অাল্লাহ্কে বাঁচতে দাও যিশু খ্রিস্টের সাথে,
বিষ্ণু হোক না সে দলের অারেকজন সদস্য।
তোমার ক্ষতি কী??তুমি তো তুচ্ছ মানুষ।
মানুষ হয়ে সৃষ্টি খোঁজ বরং,ইশ্বর তো রেখে গেছেন সব।
তুমি ধ্বংস খুঁজে বেড়াও কোন মতলবে?
রঙের বৈচিত্র্যে মেরুদন্ড ভাঙছো দেশের।
যে দেশের তুমি নুন খাচ্ছো, প্রশ্বাস নিচ্ছো।
অনেক মানুষ অাশা করেছিল তোমাতে।
অনেক প্রেমিকা ধর্ষিত অাজ প্রতারণায়।
অনেক চাষি যক্ষ হয়ে ঘোরে তার ক্ষেতে।
অনেক মৃত স্বপ্নের সত্যি হওয়া অধরা।
ভালো থেকো রাজনীতি।
রচনাকাল : ৩/৪/২০১৭
© কিশলয় এবং সৈকত আঢ্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।