কিছুটা আকাশ তোমার জন্য। নীলচে রঙের আভা। কিছুটা আকশ আমার চোখে মেঘ রৌদের ধাঁদা। কিছুটা সময় তোমার বুকে, হারিয়ে যাওয়ার ছন্দ কিছুটা সময় আমার হাতে, সহজ কথায় দন্দ্ব। কিছুটা কিছুটা অনেক কিছু, তোমার বাড়ির উঠান, বাকি কিছুটা নিঙরে নেওয়া, ভর দুপুরে উজান। হিসাব নিকেস গড়িমসি, তোমার নিত্ত কাজ। বুক পকেটে খুচরো নাচে, কাগজ ভরা সাজ। এমন কোরেই তিমির রেখা, প্রশ্ন তোলে ঝড়। এমন কিছু বলতে পারে, বাঁধের ধারে ঘর।রচনাকাল : ১৪/৭/২০১১