সূচিপত্র হারিয়ে গেছে
মলাটের ভাঁজে,
চেনা চোখ
চোরা পথে,
সহজ যাত্রা
সব মিলে মিশে একাকার -
পথের বুকে
পাতায় পাতায় হাতরে বেরাই চিরকুট,
যদি কোনো bookmark
লুকিয়ে থাকে
চিনে নেবো
হারিয়ে যাবার পথে এক নিমেশে।
নতুন করে যুদ্ধ লিখব
তাই সন্ধিয় তলোয়ারে
অস্থি মজ্জায়
যখন কোনো যন্ত্রনা
দরজা খোলে মলাটের ফাঁকে
আমি চুরি করেনি আলো
র্নিভিক অবশেষে
অস্ত যাওয়া র্সূয
কিছু স্বপ্ন
দিয়ে যাবে বলেছে
আজ ফেরি ঘাটে তার অপেক্ষা করছি
আর ঢেউ গুনছি polide এর আস্তরণে
আমার হাতেই তো বইটা আছে
সই টা হারিয়ে গেছে
মলাটের ভাঁজে ...
রচনাকাল : ১৩/৭/২০১১
© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।