দিন হলো অবসান,
গোধূলী লগন্ বয়ে নিয়ে আসে-
রাত্রির ফরমান।
অন্তর মোর পাখা মেলে দেয় অস্তরবির তরে,
ফিরবে সে আজ সপ্নের দেশে আকাশের পথ ধরে।
আকাশের মাঝে ফুটেছে এ কোন সন্ন্যাসিনীর ছবি,
বিদায়ের সুরে গায়ে কোন গান অস্তাচলের রবি।
বিহঙ্গদল ভাসিয়ে দুডানা ফিরছে আপন নীড়ে,
ধীরে ধীরে ঘন অন্ধকারের কালো যবনিকা পড়ে।
"শেষের মাঝের সুন্দর"-এই ক্ষনেতে হল ভূমিষ্ঠা,
অপরূপ এই সৃষ্টির মাঝে ধন্য হে মহাস্রষ্টা।
অনেক হল দেরী,
শান্ত বাতাস খুলে দিয়ে গেছে রাত্রের কবরী,
আকাশের বুকে তারার কুসুম ধীরে ধীরে ওঠে ফুটি,
চন্দ্রপ্রদীপ জ্বালিয়ে দিবস নিল কিছুক্ষন ছুটি।
রচনাকাল : ৩/৭/২০১১
© কিশলয় এবং অণির্বান মুখোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।