এক জোরে ধমক।।
"আমি এভাবেই হাঁটবো।। আমার সাথে হাঁটতে হলে হাঁট, নাহলে চলে যা।"
অফিস যাবো বলে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম।।
ধমকের চোটে পেছন ফিরে তাকিয়ে দেখি একজোড়া ছেলেমেয়ে।। মেয়েটার ধমক শুনে ছেলেটা কেমন ভ্যাবলার মতো চেয়ে আছে।। তবে ওই ওইটুকুই।। তারপরেই হ্যাঁচকা টান মেরে মেয়েটার হাতটা টেনে ধরে হাঁটতে লাগলো।।
"চল চল তাড়াতাড়ি চল।।
যা বুঝলাম মেয়েটা মোটেই ছেলেটার মতো ওতো দ্রুতগতিতে এগোতে সক্ষম হচ্ছেনা যার ফলে ছেলেটা দুবার তাড়াতাড়ি চলতে বলাতেই এই ধমকের উত্থাপন।।
দুজনেই উনিফর্ম পড়া।। সল্টলেকের কোনো ম্যানেজমেন্ট কলেজে পরে বোধ হয়।। মেয়েটা যথেষ্ট স্থূলকায়।। হাইট 5 ফুটের কাছাকাছি।। শ্যামবর্ণা।। মুখটা বড় মিষ্টি।। ছেলেটি প্রায় 6।। ফর্সা, বেশ সুপুরুষ।।
ঐদিনের পর থেকে রোজ দেখি।।ঐ বাস স্টান্ডটাই ওদের দেখা করার জায়গা।। তারপর একসাথে কলেজ যায়। বেশিরভাগ দিনই মেয়েটাই আগে এসে স্ট্যান্ডে বসে থাকে।ধৈর্য ধরে অপেক্ষা করে ছেলেটার।।আর যেদিন ছেলেটা আগে আসে তার আর তর সয়না।। বার বার ফোন করে।। আমি যে ওদের এত ডিটেলে রোজ খেয়াল করি জানেইনা হয়তো।। বেশ মিষ্টি লাগে । হাত ধরে একসাথে রাস্তা পার হওয়া।। ছেলেটার মেয়েটার চুল ধরে টেনে দেওয়া।। আর সাথে সাথে পিঠে দুটো কিল খাওয়াও।।মন ভরে ওদের দেখি রোজ।। কি মিষ্টি সরল একটা সম্পর্ক।। কিজানি কিভাবে যেন ওদের ভালোবেসে ফেলেছি।। একজোড়া অচেনা অজানা ছেলেমেয়ের জন্য কোথাও একটুকরো জায়গা তৈরী হয়েছে।। আজকাল আমিও কেমন স্ট্যান্ডে গিয়ে বাস না দেখে আগে ওদের খুঁজি।।আজও অন্যথা হয়নি।। গিয়ে দেখি মেয়েটি যথাস্থানে দিব্যি বিরাজমান।। কিছুক্ষন পর হঠাৎ দেখলাম একাই রাস্তা পার হচ্ছে।। কৈ ছেলেটা এলনাতো? দেখেই মনটা কেমন খারাপ হয়ে গেল।। কি হলো তার? শরীর খারাপ নাকি ঝগড়া নাকি আরো গুরুতর কিছু।। ওদের মধ্যে কি কিছু...??এরম সাতপাঁচ ভাবছি আর এরমধ্যেই চোখে পড়লো।।ওমা ঐতো ছেলেটা।। আজ ঐপারে দাঁড়িয়ে কেমন হাত নাড়ছে মেয়েটা কে দেখে।। আর মেয়েটা দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে।। এগিয়ে যাচ্ছে ।। ছেলেটার আরো কাছে।। উফফ ধড়ে যেন প্রাণ ফিরে পেলাম।। কি শান্তি। কালো মেঘটা যেন কেটে গেল।। ঐতো আবার একসাথে হাত ধরে দৌড়।। মেয়েটা আবার ধমকাচ্ছে মনে হচ্ছে।। ছেলেটা কান না দিয়ে কেমন ফের হাত ধরে টানছে।। ঐতো সেইরকমই একইরকম ভাবে।।আবার...ভালোবাসা পথ চলছে।।
কিছু কিছু ভালোবাসা এভাবেই বেঁচে থাকে।। আক্ষরিক অর্থে এভাবেই একসাথে।। আর কিছু ভালোবাসা.. বেঁচে থাকে না পাওয়ার মাঝে সারাজীবন।। প্রতীকী হয়ে।। ।।
রচনাকাল : ১৪/৫/২০২০
© কিশলয় এবং বৈশাখী রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।