আচ্ছা রামধনু দেখেছো কখনো একরঙা ?
বেহিসেবি তার আপন বাঁক?
কিম্বা কোনো একলা নদী হঠাৎ আনমনা,
হারিয়ে গতি যাচ্ছে যাক !
বেখেয়ালে যে যার মতো চলতে গিয়ে পথে,
রামধনুটার হঠাৎ দেখা ওই নদীটার সাথে
নির্বাক সেই দৃষ্টি ক্ষণিক কয়েক দশক পর,
আবার সেই অতীত বুঝি বাঁধতে এলো ঘর
ভাঙলো চমক রামধনুটাই বললো "ভালো আছিস ?"
"আগের মতোই এখনো কি কথায় কথায় কাঁদিস ?"
"এখনো হাসিস খিলখিলিয়ে হঠাৎ আবদারে ?"
"এখনো কি রাগ দেখাস অমন মুখ ভারে ?"
" সেই যেদিন ছেড়ে গেলি বললি আর দেখা হবেনা --"
" সেদিন থেকেই পণ করেছি সাত রঙে তো আর সাজেনা"
"সেদিন থেকেই গরল রঙ নীলিয়ে দিলাম সবকিছু"
"আকাশ ও আর নেয়না আমায় বলে নাকি জাতে নিচু "
নদীর গতি বাড়ছে এবার বাড়ছে আবার জল ও ,
গর্জে ওঠে লাল চোখেতে "আমার কি দোষ বলো ?"
"কতই বা আর বয়স তখন হঠাৎ অভিমানে "
"বুকের ভিতর পাথর চাপা কষ্ট গুলো জানে "
"এক কথায় সব ভুলে গেলে ? পারলেনা আটকাতে?"
" জানো তখন খুব কেঁদেছি খিল দিয়ে মাঝরাতে"
আবার নদীর বাড়ছে গতি ছলকে ওঠে ধার ,
রামধনুটার বুকে গিয়ে লাগছে বারংবার ,
নদীর চোখের বৃষ্টি ধুলো রামধনুটার নীল,
মন্দবাসা ভুলে গিয়ে সুখ যে অনাবিল ,
চোখের জল মুছলো যদি পড়লো গালে টোল ,
রামধনুটার বুকে তখন আবার ডামাডোল ,
সবশেষে সে বললো হেসে "আবার শুরু চলা "
তাইতো নদীর জলটাও আজ সাত রঙেতে গোলা ,
আচ্ছা রামধনু দেখেছো কখনো সাতরঙা ?
তার নদীর হাতে হাত ?
ইশশ ! আমারও যে গল্পে শোনা !
দেখবো বহুদিনের সাধ....
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং বৈশাখী রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।