হে বিশ্বপতি ধরার মালিক করুনা করো মোদের। কলঙ্ক যতো মাফ করে দাও কৃপা করো অজ্ঞদের। আঁধার যতো নিয়ে যাও তুমি ঔজ্জ্বল্য দাও ঢেলে। আতঙ্ক যতো বিনাশ করে দাও সমীরণের মতো মেলে। দীনতা যতো ধরনীর বুকে দূর করে দাও অচিরেই। যাতনা যতো রুপান্তর করো প্রসন্নতার অঞ্চলেই। মহামারি যতো শঙ্কা তত নির্ভয় করো তাতে। দয়াময় তুমি,দয়া করো মোদের প্রকৃষ্ট করো ধরাতল যাতে। রচনাকাল ২৮ মার্চ ২০২০।রচনাকাল : ১৭/৪/২০২০
রহমত উল্লাহ সরকার, জন্ম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী গ্রামে। বর্তমানে তিনি রায়পুরা সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়ন করছেন। মূলত বন্ধুদের অনুপ্রেরণাই কবি লেখা লেখি করতেন। তিনি বিভিন্ন ব্লগে এবং কয়েকটি নিউজ পোর্টালে রীতিমত লিখে থাকেন।