আকাশ ভালবাসতাম...
সমুদ্র ভালবাসতাম...
ভালবাসতাম, যেখানে আছে যত নীল রঙ।.....
সেই ‘নীল’ রং-এ ভালবাসা ই আমার কাল
হয়েছে!
আমার যে জানা ছিল না,
বেদনার রঙ ‘নীল’।
সারা-রাত জেগে থাকতাম।
ঠোঁটের কোণে হাসি নিয়ে,
মেঘ-এর সাথে চাঁদ-এর
লুকোচুরি দেখতাম...
এখনো জেগে থাকি সারা-রাত...
চোখের কোণে এক ফোঁটা কান্না নিয়ে,
আমার মাঝে তোমার লুকচুরি দেখি।
বৃষ্টি দেখলেই ছুটে জেতাম ছাদে!
বৃষ্টি শেষে বৃষ্টি নামার প্রহর গুনতাম।
এখন মধ্যরাতে বৃষ্টি আমার
জানলা ছুঁয়ে যায়........
রচনাকাল : ১/৫/২০১২
© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।