খেলে যা তুই খেলবি যত আমায় নিয়ে
ভাঙবি হেলায়, মাড়িয়ে যাবি উপর দিয়ে ।
ভাবিসনা বাঁধ সাধবে এ মন কোনদিনও -
রাখিস কাছে, নাহয় ফুঁয়ে দিস উড়িয়ে ।
খেলে যা তুই পারবি যত আমায় নিয়ে ।
হাসব আমি, কাঁদব আমি মনভোলাতে ;
চাইব আমি তোর ওই মুখে হাসি ফোটাতে ।
তোর ওই হাসির কাছে আমার দুঃখগুলো -
ঠাণ্ডা হাওয়ার মাঝে যেমন উড়ছে ধুলো ;
দেনা রে তোর কষ্টগুলো আমায় দিয়ে ।
খেলে যা তোর মনভোলাতে আমায় নিয়ে ।
খেলতে গিয়ে খেলনা যদি যায়বা ভেঙে ,
কাঁদিস না তুই আরেকটা ঠিক দেবই কিনে ।
খেলিস আবার মনখানি তোর চায় যেভাবে ,
খেলনাটা ঠিক থাকবে নীরব তার স্বভাবে ।
একলা হৃদয় কাঁদবে নাহয় মুখ লুকিয়ে -
খেলে যা তুই ইচ্ছে যত আমায় নিয়ে ।
রচনাকাল : ৩০/৪/২০১২
© কিশলয় এবং পথিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।