আমি ক্ষনিকের কবি ভাবিষ্যত লক্ষ্যে পিঠ ভাসিয়ে বর্তমানে নত মুখে থমকে নির্বাক কলম ; রাখালের বাঁশির সুর স্মৃতির অপকটে- চার দেওয়ালের অন্তবাসে দিবা-নিশি - মাটির পত্রে আচঁড়ে যায় নব্য কলম... ধুয়ে যায় অবহেলিত জলস্রোতে ভেসে যায় বর্তমান ভাবিষ্যত লিপ্সায় বাদুরের ডানা ঝড়া তমসে বসে একা আমি ক্ষনিকের কবিরচনাকাল : ২৮/২/২০১২