• ১০ম বর্ষ ৪র্থ সংখ্যা (১১২)

    ২০২০ , সেপ্টেম্বর



আমার প্রিয় শিক্ষক
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

লেখিকা : ঈশিতা রায় ব্যানার্জি
দেশ : Israel , শহর : Ariel

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ৩ টি লেখনী ১৬ টি দেশ ব্যাপী ২০৬৪ জন পড়েছেন।
Ishita Roy Banerjee
প্রিয় বন্ধু কথা,

আমার প্রিয় বুলবুলির কথা তোমায় তো আগেই বলেছি । আজ সকাল থেকে, সেই বুলবুলির রিমঝিম শব্দ মাথার মধ্যে গুনগুন করছে । কত কত শব্দ মনের অলিতে গলিতে ভেসে উঠছে । আমি তাই আজ, প্রিয় বুলবুলিকে নিয়ে ভাবব । সেই ভাবনার আবেশকে থরে থরে সাজিয়ে, পৌঁছে দেব তোমার ঠিকানায় । 

পাখি বাসা বাঁধে । আনন্দে- আনন্দে ঘরের স্থায়িত্ব মজবুত করে । সে ঘরে রচিত হয় নতুন সম্ভাবনা । সৃষ্টি হয় নতুন প্রাণ । সদ্যোজাত প্রাণ ধীরে ধীরে স্নেহ- মমতায় বিকশিত হয় । তারপর, স্কাইলার্কের মতন ডানা মেলে উড়ে যায় আলোর পৃথিবীতে ।


পাখি আসে । পাখি উড়ে যায় । 'আসা- যাওয়া'- র এই গল্প তো, জীবনচক্রের অনিবার্য প্রতিফলন ! অনিবার্য নিয়মেই ফুল ফোটে, ফুল ঝরে পড়ে । কচি কচি পাতার হামাগুড়িতে গাছের শাখাগুলো প্রাণ ফিরে পায়; প্রজাপতির রঙিন পাখার হিল্লোলে, পলাশের উন্মাদনায় প্রকৃতি নব উচ্ছাসে  প্লাবিত হয় । এরপর, শীতের উত্তুরে হাওয়ার বিদায়ী সুরে, মৃত্যুর শীতল কোলে ঢলে পড়ে 'তারা' । 'যারা' একদিন এসেছিল, বিশ্ব- ব্রহ্মাণ্ডের প্রোটিন উৎস হয়ে । আজন্মকাল ধরে, 'আসা- যাওয়া'- র এই প্রাত্যহিকতা রোজ রোজ চোখ দিয়ে চেয়ে দেখি । হৃদয়ের একতারায় উপলব্ধি হয়ে, তবুও এ 'সুর' কেন মূর্ছিত হয় না? মনকে শক্ত করে, জীবনের এই চিরন্তন 'বার্তা' কতটা মেনে নিতে পারি?


আমার প্রিয় শিক্ষক, 'মা- বুলবুলি' আর তার ছোট্ট ছানা 'রুকু- শুকু' । ডানা মেলে উড়ে যাওয়া পাখির, পাখ- পাখালি গল্পটা তাই "শেষ হয়েও যেন হইল না শেষ" ! প্রকৃতির ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রতিটা এলিমেন্ট বা উপকরণ, যেমন- ইঁট, কাঠ, পাথর, পাহাড়, নদী, গাছপালা, পাখি ; প্রকৃতির অবিচ্ছিন্ন অঙ্গরূপে একপ্রোতভাবে মানুষের আত্মিক বেঁচে থাকার পৌষ্টিক রসদ যোগায় । 'মা- বুলবুলি', আর 'রুকু শুকু' পাখির সাথে কাটানো সময়গুলো ইতিহাসের ধূসর পাণ্ডুলিপি হোলেও, আমার জীবনমঞ্চে কোথাও না কোথাও 'তারা' যেন সত্যিকারের পথপ্রদর্শক ! সে দিনের সেই ছোট্ট পাখি, আমায় জীবনের অনিবার্যতাকে মানতে শিখিয়েছে । কাছের জনের 'মৃত্যু', 'আকস্মিক চলে যাওয়া'- কে, স্নায়বিক দৃঢ়তার সাথে মানতে শিখিয়েছে ।


পথ চলতে চলতে হঠাৎ দেখা হয় কোনো 'একজন মানুষ' এর সাথে । চোখের আলোয় চেনা- শোনা হয় । জানা- অজানার খসড়ায় একদিন 'সে' প্রিয় হয়ে ওঠে । মনের সবুজতায় স্নিগ্ধ হয়ে কখনও বা 'সে' চিরকাল চুপটি করে রয়ে যায় । মাথার উপর ছাঁদ এঁটে, চারধারে দেওয়াল গেঁথে মনের মতন একটা ঘর বাঁধে । একের পর এক ছোটো বড় স্মৃতির সম্মেলনে গল্পগাথা হয় । ছোটো কাহিনি ঐক্যবদ্ধভাবে ক্রমশই একটা উপন্যাসে পরিণত হয় । কখনও আবার, গল্পের শুরুর মাঝেই শেষের সমাধি গোপনে প্রস্তুত হয় ।


আমার প্রিয় বুলবুলি, প্রিয় শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে, কানে কানে শিখিয়ে গিয়েছিল 'জীবন মন্ত্র' ; --- 'আসা- যাওয়া'- র খেলার মাঝে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয় । মন তাই জলে নামুক, কিন্তু জামা যেন না ভেজে ! মরুঝড়ের হঠাৎ আগমনে, বালির মধ্যে মুখ গুঁজে বসে থাকো । কেউ যদি বলে, "এখানে বসে বসে কি করছ?" বলবে তখন, "বসে আছি এই আশায়, জ্যোৎস্না ভেজা রাত আবার আসবে । আবার আকাশকে আলোর দীপমালায় সাজিয়ে দিয়ে যাবে"। পাখির আদর্শে শিক্ষিত মন, বালিতে মুখ থুবড়ে বসেছে অগণিত বার । সঠিক সময়ের অপেক্ষায় ধীর- স্থির থেকে, গায়ের ধূলো- বালি ঝেড়ে অজস্রবার সে আবার উঠে দাঁড়িয়েছে ।


আমার প্রিয় বুলবুলির 'একলব্য' আমি । আমার প্রিয় শিক্ষকের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ । আমার বৃদ্ধাঙ্গুলি, দরবারী বেশে দুঃখ- সুখের 'জীবন দোঁহা' গেয়ে যাবে । আমার বৃদ্ধাঙ্গুলি, কলমের আঁচড়ে জীবনের নকসিকাঁথাকে করে তুলবে মর্মস্পর্শী । পাখির গন্ধমাখা সে গানে জীবনের ফুরিয়ে যাওয়া কথা, বেঁচে উঠবে নতুন নতুন ভাবে । আমার সে গানে--- বুলবুলি থাকবে, 'রুকু- শুকু' থাকবে, শিউলি- বেলির গন্ধ থাকবে, কালো- সাদা মানুষ থাকবে, আমরা থাকব, আর থাকবে 'তোমরা' ।।

ইতি,
তোমার বন্ধু ঈশিতা ।


ঈশিতা রায় ব্যানার্জি ।
রামাত হাগোলান স্ট্রিট, আরিয়েল, ওয়েস্ট ব্যাঙ্ক, ইজরায়েল ।
রচনাকাল : ৩১/৮/২০২০
© কিশলয় এবং ঈশিতা রায় ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 16  China : 18  Europe : 2  France : 5  India : 223  Ireland : 53  Israel : 20  Russian Federat : 6  Saudi Arabia : 7  
Sweden : 12  Ukraine : 6  United Kingdom : 8  United States : 259  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 16  China : 18  Europe : 2  
France : 5  India : 223  Ireland : 53  Israel : 20  
Russian Federat : 6  Saudi Arabia : 7  Sweden : 12  Ukraine : 6  
United Kingdom : 8  United States : 259  
লেখিকা পরিচিতি -
                          ঈশিতা রায় ব্যানার্জি অক্টোবর মাসের কুড়ি তারিখে উত্তর চব্বিশ পরগনা জেলায় ইছামতীর কোলে অবস্থিত বসিরহাট শহরে জন্মগ্রহণ করেন।

ওনার বর্তমান বাস অধুনা ইজরায়েলের বহুল আলোচিত ওয়েস্ট ব্যাঙ্কে। 

তার শখের তালিকাটা বেশ বড়সড়। দেশী বিদেশী ও প্রাচীন মুদ্রা সংগ্রহ এবং মুদ্রা নিয়ে পড়াশোনা, ভারতীয় শাস্ত্র সঙ্গীত চর্চা, নতুন নতুন ভাষা শেখা, নানান ধরনের বই পড়া, লেখালেখি, দেশী-বিদেশী রান্না করা আর মন ভরে পৃথিবীকে দেখা। ওনার লেখালেখির অনুপ্রেরণা হোলো পৃথিবীর মানুষ, মানুষের সুখ- দুঃখ- আবেগ- অনুভূতি, ভূপ্রকৃতি, আর মূহুর্তবাদী জীবন। 
                          
  • ১০ম বর্ষ ৪র্থ সংখ্যা (১১২)

    ২০২০ , সেপ্টেম্বর


© কিশলয় এবং ঈশিতা রায় ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার প্রিয় শিক্ষক by Ishita Roy Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৯১৩৬৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী
fingerprintLogin account_circleSignup