তুমি রবীন্দ্রনাথ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অনাদি মুখার্জি
দেশ : India , শহর : মুনসেফডাঙ্গা, পুরুলিয়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ২২ টি লেখনী ২৫ টি দেশ ব্যাপী ১০৪৭৫ জন পড়েছেন।
লহ প্রণামে তোমারে জানাই ,
    আমার মনের নাথ !
সহসা ব‍্যাকুল কন্ঠে মম,
  তুমি কবিগুরু রবীন্দ্রনাথ !
আকাশে আজ ঘনিয়াছে যেন ,
     কালো মেঘের ছায়া !
পঁচিশে বৈশাখ এলে নেমে আসে ,
     মোদের চোখের অশ্রু ধারা ! 
তুমি শুধু কবি নও হলে বিশ্বকবি ,
কাব্যের উদ‍্যানে তুমি ফুটালে কুসুম রাজী !
তোমার কলমের ছোঁয়াতে লিখলে বেদনা ভরা বাণী,
যা মানব জীবনের এক রঙিন ছবি ! 
জন গন মন তোমার লেখা ,
    তাতে তুমি দিলে সুরকার ,
  সঙ্গীত জীবনের দিলে তুমি 
       এক আলোক ময় দিশা !
একশত ষাট তম আজি এই তোমার শুভ জন্মদিনে ,
শতাধিক প্রণাম জানাই তোমার দুই চরণে !
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  Germany : 1  India : 58  Ireland : 3  Saudi Arabia : 4  United States : 85  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  Germany : 1  India : 58  Ireland : 3  
Saudi Arabia : 4  United States : 85  
কবি পরিচিতি -
                          অনাদি মুখার্জি ১৬ই জানুয়ারি পুরুলিয়া জেলার মুনসেফডাঙ্গায় জন্মগ্রহণ করেন।

ছোট থেকে গল্প লেখা ও কবিতা লেখার শখ আছে তার। বিভিন্ন পত্রিকায় তিনি গল্প লেখেন। এছাড়াও ইচ্ছেপূরণ নামে এক সমাজ সেবামূলক সংস্থার সাথে তিনি যুক্ত এবং তার সাথে সাথে মেডিকেল প্রাকটিসও করেন। 
                          
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তুমি রবীন্দ্রনাথ by Khokan Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৭৬৭৭৯