লহ প্রণামে তোমারে জানাই ,
আমার মনের নাথ !
সহসা ব্যাকুল কন্ঠে মম,
তুমি কবিগুরু রবীন্দ্রনাথ !
আকাশে আজ ঘনিয়াছে যেন ,
কালো মেঘের ছায়া !
পঁচিশে বৈশাখ এলে নেমে আসে ,
মোদের চোখের অশ্রু ধারা !
তুমি শুধু কবি নও হলে বিশ্বকবি ,
কাব্যের উদ্যানে তুমি ফুটালে কুসুম রাজী !
তোমার কলমের ছোঁয়াতে লিখলে বেদনা ভরা বাণী,
যা মানব জীবনের এক রঙিন ছবি !
জন গন মন তোমার লেখা ,
তাতে তুমি দিলে সুরকার ,
সঙ্গীত জীবনের দিলে তুমি
এক আলোক ময় দিশা !
একশত ষাট তম আজি এই তোমার শুভ জন্মদিনে ,
শতাধিক প্রণাম জানাই তোমার দুই চরণে !
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।