ইচ্ছা মনে , আকাশ পানে
পাখির মতো ডানা মেলার,
কখনো বা দুপুরবেলায়
মায়ের সাথে "লুকোচুরি" খেলার।
ভাবনা মাঝে কখনও যদি, মা
ডাকাত দলের মাঝে পড়ে
খোকা যে তার "বীরপুরুষ"
তক্ষুনি তা প্রমাণ করে।
খোকার মনে "প্রশ্ন" কত ই
সব উত্তর মায়ের কাছে
মায়ের মতো বন্ধু তার
এই জগতে কেই বা আছে?
ভাবুক মন নতুন কিছুর
সন্ধানে তো সদাই থাকে
ছকে বাঁধা জীবন যে তার
নয়তো মোটেই ভালো লাগে।
কল্পনা সব খাতার পাতায়
লেখনিতে ধরা দিলো
ক্রমে ক্রমে পরিচিতি,
সে এক নামী কবি হলো।
সময় সাথে সেই কবি
তাঁর সকল লেখার গুনে
প্রশংসা পান সবার কাছে ই
পরিচিতি জগৎ জুড়ে।
বৃদ্ধ বয়স হলেও তিনি
খুবই প্ৰিয় সবার কাছে
তার মতোন গুণী মানুষ
এই ভুবনে কজন আছে?
এমনি করেই কেটে গেল
জীবন এর বেশ কয়েক বর্ষ
হঠাৎ হল ইন্দ্রপতন
মুছিয়ে দিলো সকল হরষ ।
কবি নাকি চলে গেছেন
সবকিছু আজ রেখে ফেলে
মায়ার বাঁধন কাটতে না চায়
জগৎবাসীর চোখের জলে।
মাটির উপর নাই বা থাকুন
সবার মাঝেই তিনি আছেন
"মৃত্যুঞ্জয়" তিনি সদাই ,
মানব হৃদয় মাঝেই বাঁচেন।।
রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।