ব্যর্থতার চাদরে মোড়া জীবনজুড়ে ক্ষুন্ন আশাদের মৃত্যু স্বপ্নগুলো হারছে রোজ স্বপ্ন দেখায় যে সেই স্বপ্নদের শত্রু কল্পনার এক অন্য পৃথিবী আঁকছে বুকের ক্যানভাসে ইচ্ছে রোজ হারাচ্ছে দাম তাদের গিলছে সমাজ গোগ্ৰাসে সমাজের এই কালোবাজারি মরছে কতো যোগ্যতা টাকার কাছে হারছে রোজ ঘাম বিক্রির সততা।।রচনাকাল : ১৬/৮/২০২০
শুক্লা মাজি ৩০শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কূলটি অঞ্চলে জন্মগ্রহণ করেন। অনেক ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চাতে আগ্রহী। দিনের শেষে তিনি নিজেকে ডাইরির পাতায় উন্মুক্ত করতে পছন্দ করার পাশাপাশি কবিতা এবং অণুকবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।