এমনকি তোমারো কখনও হয় আমি বিহীন জগত অন্ধকারময় তখন আকড়ে ধরো অস্তিত্ব আমার কিম্বা হাতরে ফেরো স্মৃতির ভাণ্ডার হয়তো অনুতাপের আঁচে হাত সেঁকে মারাত্মক ভুলগুলোর আহুতি ভষ্ম মেখে বিচ্ছেদের চিতায় জন্মে নবজাতক হও নতুন ভোরের আলাপে ভুল শুধরে নাওরচনাকাল : ১৬/৮/২০২০