আজকাল ঠাম্মার বাড়াবাড়ি রকমের বায়না, মাসের একটা রবিবার সন্ধ্যে তার সাথে কাটাতে হবে। সেদিন একটা বড়ো চকোলেট এনে ঘরের সবাই মিলে একসাথে ভাগ করে খেতে হবে। কি জ্বালাতন। এসবে না বললেই কান্নাকাটি ।
রবিবার লুডোয় বাবাকে হারিয়ে কি হাসি ফাঁকা দাঁতে।
মাথায় গোলমাল হয়েছে। রাজি হয়েছে সাইক্রিয়াটিস্টের কাছে যেতে, শর্ত একাকী ডাক্তারের সাথে কথা বলবে।
"বাড়ির সবাই ব্যস্ত, খুব একা লাগে, তাই পাগলামির ফন্দি করেছি। মাসে একদিন দু-এক ঘন্টা ওদের একটু কাছে পাওয়ার জন্য।"
ডাক্তারের নিজের ঠাম্মার মুখটা মনে পড়ল।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং অর্পিতা চক্রবর্তী কণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।