তোর শহরে সন্ধ্যে নামে রোজ অন্ধকারে গলি পথ হাতরিয়ে পৌঁছে যায় ঠিকানায়, টলমলে পায়ে খুঁজি শুধু আমার পৃথিবী দিগন্তে নীলের সীমানায়। আধপোড়া মোমের আলোয় ঝলমলে দাঁতের অট্টহাসি দেখে ঝলসানো রুটি, এক পৃথিবীর দুটি আছে মেরু অপচয় গিয়ে ক্ষুধার বস্তিতে চেপে ধরে তার টুঁটি।রচনাকাল : ৩০/৪/২০২০