সেই মেয়েটা বদমেজাজি রাগী নাক উঁচু বেশ সরলতার সুযোগে হয়েছে বারংবার শেষ সেই মেয়েটা কেঁদে উঠতো কেউ আঘাত দিলে আজ সে রাতে বালিশ ভেজায় সবার নীরব কোলাহলে সেই মেয়েটা হাসতো বেশ জোরে জোরে প্রাণবন্ত হাসি লুটিয়ে গেছে জীবন বয়ছে অন্য সুরে বদলেছে সময় নাকি বয়সের ছাপ এসেছে চরিত্রে নাকি পরিস্থিতি এনেছে তাকে নতুন এক নিয়ন্ত্রণে।।রচনাকাল : ৩০/৪/২০২০
শুক্লা মাজি ৩০শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কূলটি অঞ্চলে জন্মগ্রহণ করেন। অনেক ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চাতে আগ্রহী। দিনের শেষে তিনি নিজেকে ডাইরির পাতায় উন্মুক্ত করতে পছন্দ করার পাশাপাশি কবিতা এবং অণুকবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।