এই শতকে আমি উচ্চ স্বরে দাঁড়িয়ে বলি , আমার পৃথিবীতে ভাসবে এক দিন সুখের নীড়, কত আর গুনবো এই মৃত্যুর মিছিল, হে করোনা তুমি নিজেকে মহান ভাবো , তোমার জন্যে আজ সব উপসনা দ্বার বনধো, তোমার জন্যে ই হারিয়ে ফেলেছে মানুষের যত ভাবনা, তোমার মতোন অপরাধি কে আর ভয় পাবো না , এই পৃথিবীর হলো আমার আসল ঠিকানা , আমাদের মরণ কে মুছে দিয়ে দেবে আসল পরিচয়, আমার পৃথিবীর আবার জাগবে কোরনা তোমার একদিন বিনাস হবে।রচনাকাল : ৩০/৪/২০২০
অনাদি মুখার্জি ১৬ই জানুয়ারি পুরুলিয়া জেলার মুনসেফডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ছোট থেকে গল্প লেখা ও কবিতা লেখার শখ আছে তার। বিভিন্ন পত্রিকায় তিনি গল্প লেখেন। এছাড়াও ইচ্ছেপূরণ নামে এক সমাজ সেবামূলক সংস্থার সাথে তিনি যুক্ত এবং তার সাথে সাথে মেডিকেল প্রাকটিসও করেন।