আবারো তোমার আহবান
এবার আমরা মিলিত হবো
সবচেয়ে উচুঁ পাহাড়টায়,
যে কিনা আকাশ ছোঁবে বলে ঠায় দাড়িয়ে!
মুচকি হাসি, তোমার পাগলামির ভিন্নতা দেখে
আবার অবাকও কম হই না!
আজ খোলা মাঠে তো
কাল গির্জার পাশটায়
কোনদিন ওইখানে
যেখানে নিরবে ‘এনশেন্ট মেরিনার’ বসে।
ভিন্ন ভিন্ন পরিবেশে নিজেকে
ভিন্নভাবে পরিবেশনের চেষ্টা।
কিন্তু বলতে চাওয়া একটি কথাই- “ভালবাসি”।
আমিও কি চাই না ভেবেছো?
খুব চাই, খুউব করে চাই,
কিন্তু প্রচন্ড লজ্জাবোধ আকড়ে ধরে আষ্ঠেপৃষ্ঠে
তাই বলতে গিয়েও পারি না, ফিরে আসি বারবার ...
কিন্তু এবার তুমি বলো আর নাই বলো
আমি বলবোই,
বলবোই না বলা সেই কথাটি
“ভালবাসি, ভীষণ ভালবাসি”।
====================================
রচনাকাল : ২৫/৫/২০১২
© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।