আমার দৃষ্টি শূন্য আকাশে মিলায়ে একাকার
আমি নিঃরুত্তর হাজার প্রশ্নে
আমি স্তদ্ধ, কম্পমান দন্ডিত
লালসা আমার ভিতর আমাকে খুঁজে বেড়ায়
তবুও আমি আর আকাশ মাটির বুকে
অন্ধকারের নেশায় মত্ত......
আমি আজ অযথা বাঁচি
অযথা-ই যেন পথ চলা
শূণ্য হয়ে আজও কোথাও পূর্ণ আমি
আমি ভুলে যাওয়া পৃথিবীর সৃষ্টি
বাক্যহীন কথা বলা অবিরত
কতশত নিরুত্তর প্রশ্নের জাল বুনি
সাধ্যের স্বপ্নে......
এ আসা-যাওয়া, কখনো থেমে থাকা
জীবন আমার এপার-ওপারের
বন্ধুর পথে খুঁজে চলেছি অবিরাম
দক্ষিণা বাতাসের শীতল পরশ
ছুঁয়ে যাবে আমার ভাগ্যের জমি
কিংবা আবাদি জীবনের কলঙ্ক ফসল !
মুঠো মুঠো স্মৃতির হেমন্ত পার্বন
আমি অপেক্ষায় শুধু উৎসবের,
জল-জোছনা শুরু হবে
যেন আমার সমাপ্তির হাতে;
অযাচিত এ উৎসবের প্রায়শ্চিত্ত হবে
আর আমি...?
আমি তখন অনেক দূরের পথিক
মহাকালের যাত্রী,
যেন এক নতুন সূর্্যোদয় ।
রচনাকাল : ২৬/৪/২০১২
© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।