গল্পের নাম: বন্ধু
কলমে: অর্ণব সেন
নিজের ছোট্ট লাইব্রেরীর বইগুলোর দিকে একদৃষ্টে চেয়ে আছে নীলিমা। অদ্ভুত এক জিনিষ এই বই। কত মণিমাণিক্য লুকিয়ে আছে এর মধ্যে। বিশ্বব্রহ্মাণ্ডকে কব্জা করার সবথেকে বড় অস্ত্র। পঁয়তাল্লিশ বছরের জীবনে কত সহপাঠী, রুমমেট, সহকর্মী পেয়েছে ও । কিন্তু বন্ধু? আপন মনেই মুচকি হেসে ওঠে সে। ভালোবাসার মানুষটিও হাত ছেড়ে দিয়েছে কবেই। শুধু এই বইগুলো আজও নীলিমার নিজের। তার সুখ-দুঃখের একমাত্র সাথী। তার না পাওয়া সুখের ঠিকানা। আজ বন্ধুত্ব দিবসে, বইগুলোর দিকে চেয়ে, আপন মনেই সে বলে ওঠে " হ্যাপি ফ্রেন্ডশীপ ডে বন্ধু।
রচনাকাল : ৩০/১২/২০১৯
© কিশলয় এবং ARNAB SEN কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।