Parmun Sengupta

পারমুন সেনগুপ্ত

দেশ : India , শহর : Kolkata

সংক্ষিপ্ত পরিচিতি -

পারমুন সেনগুপ্ত ৫ ই অক্টোবর কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি একজন গৃহবধূ এবং গুজরাটে থাকেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর করেন। এরপর গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক স্তরে তিনি প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেন। শৈশব থেকেই তিনি সাহিত্য চর্চায় আগ্রহী ছিলেন। সুচিত্রা ভট্টাচার্যের গল্প পড়ে তিনি ভীষণ ভাবে অনুপ্রাণিত হন এবং ২০১৯ সালে প্রথম লেখিকা হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে সোসাল মিডিয়ার একটি গ্রুপে। সেই থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি লেখালেখি করেন। গল্প লেখা ছাড়া রন্ধন বিষয়েও তিনি সমান আগ্রহী।

  • পত্রিকায় প্রকাশিত লেখনী

অতিথি সংখ্যা : ১০৫৭৪৮৬৯
kisholoy Unique counters
fingerprintLogin account_circleSignup