সংক্ষিপ্ত পরিচিতি -
সৌম্যদীপ দত্ত গোবিন্দপুরে ২৬শে এপ্রিল জন্মগ্রহণ করেন। উনি বর্তমানে দশম শ্রেণীর ছাত্র। তিনি এক বছর আগে থেকে লেখালিখি শুরু করেন। গল্পের বই পড়া, কবিতা পড়া, আবৃত্তি শোনা, সিনেমা দেখা এবং গান শোনা তার পছন্দের কাজ।
Kisholoy