প্রতিমাদেবী যত্নসহকারে তাঁর একমাত্র ছেলেকে লুচি আর পায়েস খাইয়ে দিচ্ছেনl তাঁর স্বামী সুদীপ্তবাবু চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেনl হঠাৎ তিনি বাইরে তাকিয়ে দেখলেন, অপূর্বর মা মাস্ক মুখে দিয়ে, সবজি বেচতে যাচ্ছেনl তাঁকে উদ্দেশ্য করেই বলে উঠলেন, "বলি, ভয়-ডর কিছু আছে? নিজের ছেলেকে এইসময় কোথায় বাড়িতে সময় দেবে, তা না করে সবজি বেচতে যাচ্ছ! মরার শখ হয়েছে নাকি?"
অপূর্বর মা বললেন, "ঘরে দুইদিন ভাত জোটে নি বাবু, ছেলেকে কিভাবে দেখবো? কাজ না করলে, ভাত আসবে কোথা দিয়ে?"
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং সৌম্যদীপ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।