সূর্য মানে শুরু হলো সকাল , রাতের হলো শেষ সূর্য মানে ঘুম থেকে উঠে চা-টা খেতে লাগে বেশ l সূর্য মানে পূর্বদিকে উদিত এক হাসি সূর্য মানে মোরগের ডাকে, ঘুমটা হলো একটু বাসি l সূর্য মানে নতুন দিনের নতুন কিছু কথা সূর্য মানে , ফ্রেশ করে মুখ পড়তে বসার ব্যাথা l সূর্য মানে পশ্চিমদিকে, তার ঘরে ফেরার ডাক মৃত্যু যেমন জীবনটাকে ডাকছে , ডেকে যাক lরচনাকাল : ১৬/৮/২০২০
সৌম্যদীপ দত্ত গোবিন্দপুরে ২৬শে এপ্রিল জন্মগ্রহণ করেন। উনি বর্তমানে দশম শ্রেণীর ছাত্র। তিনি এক বছর আগে থেকে লেখালিখি শুরু করেন। গল্পের বই পড়া, কবিতা পড়া, আবৃত্তি শোনা, সিনেমা দেখা এবং গান শোনা তার পছন্দের কাজ।