Bani Das

বাণী দাস

দেশ : India , শহর : Howrah

সংক্ষিপ্ত পরিচিতি -

জুলাই মাসের ২তারিখ জন্মতারিখ হলেও তিথি অনুযায়ী জন্মাষ্টমীর দিনই এই লেখিকার জন্মদিন পালিত হয়। জন্ম ও শৈশব হাওড়া জেলার হিরাপুরের মতো অখ্যাত গ্রামে হলেও বড়ো হয়ে ওঠা বেলেঘাটায়। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়ে আবার গ্রামে ফেরেন। নিজের এক বয়স্ক মাস্টার মশাইকে দেখে লেখায় অনুপ্রেরণা পান। সেই থেকেই কলম চলছে। গৃহবধূ হলেও লেখায় আধুনিকতা পূর্নমাত্রায় পাওয়া যায়। আবৃত্তি করা ও ছোট বাগান নিয়েই শখ এনার। 

কলম কে হাতিয়ার করেই এগিয়ে যেতে চান আরো পথ। 

  • পত্রিকায় প্রকাশিত লেখনী

অতিথি সংখ্যা : ১০৮৭৮৪৩৬
kisholoy Unique counters
fingerprintLogin account_circleSignup