স্মৃতির স্মৃতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বাণী দাস
দেশ : India , শহর : Howrah

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৪ টি লেখনী ১৫ টি দেশ ব্যাপী ৮৮৪ জন পড়েছেন।
Bani Das
ছিলাম আমি পথের সাথী
           ছিলাম প্রয়োজনে,
আজকে যাকে লাগলো ভালো
           ডাকলে আমন্ত্রণে,
আমি কি আর থাকবো এখন
           তোমার মনের কোণে ?
হারিয়ে গেলেও থাকবো জেনো
           তোমার অবচেতন মনে।
দিনের পরে এমনি করেই
           দিনের আসা যাওয়া,
বন্ধু তোমার অনেক পাবে,
           মিটবে সকল চাওয়া।
পথের মাঝে ফেলে যাকে
           পথটা ভুলেই গেলে,
মনের ভুলে সেই পথেই
           অতীত ফেলে গেলে।
অতীত তোমায় ডাকবে পিছে
         ভাবনা তোমার জাগবে মিছে।
অতীত স্মৃতির ভাবনাটাকে
           নাই বা রাখলে কাছে,
আজকে যাকে লাগছে ভালো,
           রাখছ হৃদয় মাঝে,
অতীত করে ফেল নাকো,
         তোমার সস্তা স্মৃতির মাঝে।
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং বাণী দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 11  China : 11  France : 1  Germany : 3  India : 110  Ireland : 5  Romania : 1  Russian Federat : 4  Ukraine : 5  
United States : 100  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 11  China : 11  France : 1  
Germany : 3  India : 110  Ireland : 5  Romania : 1  
Russian Federat : 4  Ukraine : 5  United States : 100  
কবি পরিচিতি -
                          জুলাই মাসের ২তারিখ জন্মতারিখ হলেও তিথি অনুযায়ী জন্মাষ্টমীর দিনই এই লেখিকার জন্মদিন পালিত হয়। জন্ম ও শৈশব হাওড়া জেলার হিরাপুরের মতো অখ্যাত গ্রামে হলেও বড়ো হয়ে ওঠা বেলেঘাটায়। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়ে আবার গ্রামে ফেরেন। নিজের এক বয়স্ক মাস্টার মশাইকে দেখে লেখায় অনুপ্রেরণা পান। সেই থেকেই কলম চলছে। গৃহবধূ হলেও লেখায় আধুনিকতা পূর্নমাত্রায় পাওয়া যায়। আবৃত্তি করা ও ছোট বাগান নিয়েই শখ এনার। 

কলম কে হাতিয়ার করেই এগিয়ে যেতে চান আরো পথ।  
                          
© কিশলয় এবং বাণী দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্মৃতির স্মৃতি by Bani Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৮১৩১১
  • প্রকাশিত অন্যান্য লেখনী