ছিলাম আমি পথের সাথী
ছিলাম প্রয়োজনে,
আজকে যাকে লাগলো ভালো
ডাকলে আমন্ত্রণে,
আমি কি আর থাকবো এখন
তোমার মনের কোণে ?
হারিয়ে গেলেও থাকবো জেনো
তোমার অবচেতন মনে।
দিনের পরে এমনি করেই
দিনের আসা যাওয়া,
বন্ধু তোমার অনেক পাবে,
মিটবে সকল চাওয়া।
পথের মাঝে ফেলে যাকে
পথটা ভুলেই গেলে,
মনের ভুলে সেই পথেই
অতীত ফেলে গেলে।
অতীত তোমায় ডাকবে পিছে
ভাবনা তোমার জাগবে মিছে।
অতীত স্মৃতির ভাবনাটাকে
নাই বা রাখলে কাছে,
আজকে যাকে লাগছে ভালো,
রাখছ হৃদয় মাঝে,
অতীত করে ফেল নাকো,
তোমার সস্তা স্মৃতির মাঝে।
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং বাণী দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।