Sanchari Bose

সঞ্চারী বোস

দেশ : India , শহর : কোলকাতা

সংক্ষিপ্ত পরিচিতি -

সঞ্চারী বোস ১৯৯২ সালের ২২ শে জানুয়ারি কোলকাতায় জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি এইচআর এক্সিকিউটিভ, পাশাপাশি তিনি ঘরোয়া শিক্ষকতাও করেন।
ছোটবেলায় সমস্ত বঙ্গসন্তানের মতনই তাঁর সাহিত্যচর্চার শুরু হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছত্রছায়ায়। রহস্য ও হাস্যরসপ্রেমী হওয়ায়  তাঁর প্রিয় লেখকের শীর্ষস্থানে আছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং শিবরাম চক্রবর্তী। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। মনের এলোমেলো চিন্তা গুলো তিনি লিখতে ভালোবাসেন। তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।

  • প্রকাশিত লেখনী

অতিথি সংখ্যা : ১০৬৩২৮৫৩
kisholoy Unique counters
fingerprintLogin account_circleSignup