আজ সকালে তোমার চিঠি পেলুম ,
কমলা রঙের খামে জড়ানো ,
সাদা চিঠি, একফোঁটা শিউলি গন্ধ মেশানো।
কত কাল হলো , চিঠির দিন বদলে গেছে,
তবু তুমি ঠিক তেমনি রয়েছ স্নেহময়ী ।
প্রতি মহালয়ায় সূর্যোদয়ের সাথে সাথে ,
সামনের খোলা মাঠে এসে দাঁড়াই ।
চিঠির অপেক্ষায় ।
মেঘ পিয়ন তার হাল্কা সাদা ঝুলি থেকে,
তুলে দেয় তোমার স্নেহমাখানো চিঠি।
শিশির ভেজা প্রতিটি অক্ষর,
স্পষ্ট থেকে স্পষ্টতরো হয়ে উঠে।
মনে বার বার প্রতিধ্বনিত হয় ,
“আমি আসছি”
তোমার নিজ হাতে লিখে রাখা,
প্রতিশ্রুতির শব্দ দুটি ।
রচনাকাল : ১/১০/২০১১
© কিশলয় এবং চন্দ্রানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।