রাত যে ফোরায় রাত যে আসে – রাত যে ডাকে তাকে, রাতের তারা লুকিয়ে থাকে ভোরের আলোর ফাঁকে। ভোরকে যদি নাই বা ডাকি ফুটবে কেমন তারা, চিনবে তাদের কেমন করে মিষ্টি মুখে ধরা। রাত যে আলোর যবনিকা হয় যে তারা ম্লান, জ্বালিয়ে রাতে মৃদু শিখা – তারা, করে ভোরেরে আলোয় স্নান। ভোর যে তাদের হাসতে শেখায় – বোঝায় তাদের আভা, তবে, ভোর যদি না হত – তারা কোথায় পেত শোভা।রচনাকাল : ২৯/৯/২০১১