পথিক, এ জগৎ হতে অন্য জগতে যেতে
কি পাথেয় নিয়েছ সাথে?
ভেবে কি দেখেছ কভু দুটি আঁখি বুজে
নিঝুম গভীর এক রাতে।
থাকবে না যেথা শ্রম ঢাললে সেথা
শয়তানের ধোঁকায় পড়ে,
নিরর্থক জীবন পার করলে তুমি
অপরের অট্টালিকা গড়ে।
অনন্তকাল নিবে ঠাঁই, কিন্তু সাথে পাথেয় নাই
ওরে নিঃস্ব এক হতভাগা,
পাথেয় ছাড়া কবরে জ্বলবে না প্রদীপ
আঁধারেই থাকবে ঢাকা।
তার চেয়ে কে আর বড় নিঃস্ব হতভাগা
জন্ম নিয়ে এই পৃথিবীতে,
যে পারেনি অনন্ত কালের জন্য , জগৎ হতে
পাথেয় সংগ্রহ করে নিতে।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং শরীফ মোঃ সালমান কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।