স্বাধীনতা তুমি এলে গোটা ভারতবর্ষেই
স্বস্তির কথা ছড়িয়ে শান্তির সুবাস হয়ে,
চাটুকারি জ্বালা থেকে স্বাধীনতা এলে তুমি
পতকা হাতে উড়াই যাই নিঃশ্বাসে জড়িয়ে।
ভারতের সর্বলোকে মাথার ছাতাটি হয়ে
সকল নিরাপত্তার বিনস্ত শৃংখল হয়ে,
স্বাধীনতা তুমি এলে নিরাপদ ঘুম ঘরে
বাঁধাকে হটিয়ে তুমি এসেছ জীবন জয়ে।
অনেক ত্যাগ সংগ্রামে নেতৃত্ব দরজা খুলে
তুমি এসেছ জড়িয়ে ভারতের দরজায়,
তোমার তরে আমরা মুক্ত জানালার মত
জড়িয়ে নিঃশ্বাস খুঁজি, খুঁজি স্বস্তির পর্যায়।
তোমার তরে কেনেই ঘটবে হত্যার কাণ্ড
তোমার তরে কেনেই ঘটবে ধর্ষণ লীলা
তোমার তরে কেনেই থাকবে বুকে পাষণ্ড
তুমিতো মুক্তিতে এসেছ কেন- ধ্বংসলীলা।
মুক্তি চাই জাতি গোষ্ঠী সকল দুয়ারে কাছে
উড়তে চাই পাখায় শূন্যর পক্ষীর ফ্রেমে,
চলতে চাই পথের মুক্তির বাতাস খেয়ে
এগিয়ে যেতেই চাই দেহ বল পরিশ্রমে।
রচনাকাল : ৭/১/২০২১
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।