ইচ্ছেরা সব অদ্ভুতুড়ে, শোনে না গো মানা! ইচ্ছা হলেই ইচ্ছেরা সব মেলে তাদের ডানা। ইচ্ছে বলে, "দেখব জগৎ অপার বিস্ময়ে, আকাশ পাহাড় সাগর নদী করবো আমি জয়"। "গিরি-সাগরের শেষে যেথা সূয্যিমামা থাকে", ইচ্ছে বলে, "এক ছুটেতে হারাবো সেই বাঁকে"। ইচ্ছেগুলোই শক্তি যোগায় করতে বাধা জয় ইচ্ছেগুলোর ইচ্ছাতেই জীবন স্বপ্নময়।।রচনাকাল : ১৬/৮/২০২০