কলমকে হাতিয়ার করে তোমরা এগিয়েছ যুগ যুগ ধরে, পাতার পর পাতা জুড়ে ইতিহাস করছো রচনা, উপন্যাস, গল্প, কাব্য, কবিতা লিখে চলেছ দিনরাত, সুখ-দুঃখ, হাসি - কান্নাকে বয়ে নিয়ে বেড়াচ্ছ, কলম যে তোমাদেরই সাথী, মনের যত অভিব্যক্তিকে কর ব্যক্ত, থেমো না, এগিয়ে চলো সাথে আছি, এটাই তো কলমের গর্ব।।রচনাকাল : ১৬/৮/২০২০
মোনালিসা রায় ১১ই ফেব্রুয়ারি হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন। উনি অনার্স গ্রাজুয়েট ও এম. এ। লেখালেখি করতে উনি খুবই ভালোবাসেন। ওনার লেখালেখির অনুপ্রেরণা ওনার বাবা, মা। লেখালেখি ছাড়াও আঁকা, গানেও উনি সমান উৎসাহী।