অনেক দিনের পরে বন্ধু,এলে আমার ঘরে, মনের মনিকোঠায় জমা স্মৃতির পথটি ধরে। সেই যে কবে প্রথম আলাপ শান্তিনিকেতনে, গানের ভেলা ভাসিয়ে মোরা বাইতেম দু'জনে। আজি আমার জন্মদিনে আলোর ঝরনাধারায়, হাসি, খুসি, আনন্দের উচ্ছ্বাস বয়ে যায়। স্মৃতির ডালি উজাড় করে দিলে উপহার, এ আনন্দসন্ধ্যা ভরাও গানে, চাই না কিছু আর।রচনাকাল : ১৬/৮/২০২০
শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস। ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা।