রেবার সাথে সুব্রতের খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল। রেবার বাবা অনেক খরচা করেই রেবার বিয়ে দিয়েছিলেন। কিন্তু রেবার বিবাহিত জীবন সুখের হল না।
অষ্টমঙগলার পর থেকেই রেবার উপর শাশুড়ি ও ছেলের নির্মম অত্যাচার শুরু হয়। রোজই রেবাকে তার বাপের বাড়ি থেকে নানান জিনিস, গয়না, টাকা ইত্যাদি আনতে জোর করত শাশুড়ি ও ছেলে। রেবা তা আনতে রাজি না হওয়ায় 'আরও চাই, আরও চাই' - এই মনোভাবে একদিন তারা রেবাকে আগুনে পুড়িয়ে মারে।
সানাইয়ের করুণ সুর যেন এরই ইঙ্গিত দেয়।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।