আলমারির ওপরে রাখা শুভর ব্যাগটা টানতেই টেবিলের ওপর একটা ডায়েরি এসে পড়ল। 'শুভ ডায়েরি লিখতো?' — এ'কথা ভেবে দীপ্তিদেবী চেয়ারটা টেনে পড়তে শুরু করলেন।
ডায়েরির শেষ পাতায় পরশুদিনের লেখাতে এসে চোখ আটকে গেল তার,
"সারাজীবন বাবা-মা-বন্ধুদের কাছে শুধু অপমান আর লাঞ্ছনাই পেলাম। দত্তক নেওয়া সন্তানকে যখন মা-বাবাই আপন করতে পারলো না, তখন বন্ধুরা আর কি আপন করবে! I QUIT...."
টেবিলে কাঠের ফ্রেমের ওপর রজনীগন্ধার বাসি মালাটা হাওয়ায় অল্প অল্প নড়ছে। শুভ নেই আজ দু'দিন হলো।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং অর্ণব দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।