"কোনো এক শরতের ভোরে নরম ঘাসের ওপর পড়া শিশির মাড়িয়ে এসো একমুঠো শিউলি বা একগোছা কাশফুল হাতে, সেইদিন দেখা হবে, আমি অপেক্ষা করবো।"
ছেলেটি বলেছিলো - "আসবো।"
অপেক্ষায় কেটে গেছে দিন, সূর্যাস্তের অভিমানী কমলা আভা মেখে শূন্য চোখে চেয়ে থেকেছে সে সম্ভাব্য আগমনের পথের দিকে। তার হাতে সময় যে বড় কম! হঠাৎ যখন ছেলেটি সত্যিই এলো মেয়েটিকে দেখতে পায়নি আর, শুধু এক জোড়া নুপুর পড়ে ছিলো সেইখানে। এক স্নিগ্ধ হাওয়া এসে ছুঁয়ে গিয়েছিল তার শরীর, কেউ যেন তার কানে কানে বলে গিয়েছিল "আবার দেখা হবে"।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং দেবারতি নন্দী ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।