ডাক্তার! ডাক্তার!
ভালো নেই কেউ আর।
ডাক্তার! ডাক্তার!
চারিদিকে হাহাকার।
ডাক্তার! ডাক্তার!
ধেয়ে এল করোনা।
ডাক্তার! ডাক্তার!
এ নয় কোনো যন্ত্রণা।
ডাক্তার! ডাক্তার!
বীভৎস এ সমাজ।
ডাক্তার! ডাক্তার!
গোটাটাই সংক্রামিত আজ।
ডাক্তার! ডাক্তার!
নেই কি কোনো ভ্যাকসিন?
যাতে মানবিকতা আসে ফিরে,
হিংস্রতা হয় ক্ষীণ।
ডাক্তার! ডাক্তার!
তুমি ভেঙে পড়লে,
কে করবে নিরাময়?
হিংসায় পুড়লে!
ডাক্তার! ডাক্তার!
তুমি ভেঙে পড়ো না।
মহামারী যাবে চলে,
হেরেও যাবে করোনা।
শুধু হারবে না হিংসা,
নিষ্ঠুর হবে বর্বর,
লোভ আর লালসা-
মিশে হবে একাকার!
ডাক্তার! ডাক্তার!
জেনে রাখা দরকার।
কিছু সংক্রামিত ব্যাধির,
হয় না কোনো প্রতিকার।।
রচনাকাল : ৩০/৬/২০২০
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।