রোশন আর তার দাদু দুইজন মিলে বসে গল্প করছে। দাদু রোশনের প্রিয় বন্ধু। নয় বছরের রোশন দাদুকে জিজ্ঞেস করল- "দাদু আমরা কবে এই মহামারি থেকে রক্ষা পাব?" দাদু বললেন- "শোনো দাদুভাই তোমাকে একটা গল্প বলি"। এই বলে দাদু গল্প শুরু করলেন-
"এক সময় জমিদাররা সাধারণ মানুষের ওপর খুব অত্যাচার করত। তারা ভাবত সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই অর্থের অভাবে তারা জমিদারদের কথা শুনতে বাধ্য। আর তাই জমিদাররা সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাতে লাগল। কিন্তু একদিন সেই নিরীহ মানুষগুলো একজোট হয়ে জমিদারদের বিরুদ্ধে লড়াই করতে লাগল, তাতে হয়তো অনেকের প্রাণ গেল কিন্তু তবুও তারা লড়াই বন্ধ করেনি। এইভাবে একদিন তারা জমিদারদের হাত থেকে রক্ষা পেল।" রোশন গল্পটা খুব মন দিয়ে শুনল তারপর দাদুকে জিজ্ঞেস করল- "দাদু এতে এই মহামারির কী সম্পর্ক?" দাদু বললেন- "এই গল্পের মতোই মানুষও প্রকৃতির উপর অনেক অত্যাচার করেছে। কখনও গাছ কেটে নিয়েছে, কখনও পশু-পাখিদের হত্যা করেছে, আরও অনেক অত্যাচার চালিয়েছে এই প্রকৃতির ওপর। অর্থের লোভে অন্ধ হয়ে আমরা নিজেদের মধ্যেই মারামারি হানাহানি শুরু করে দিয়েছিলাম আর এইসব সহ্য না করতে পেরে প্রকৃতি আজ আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। তাইতো আমরা আজ গৃহবন্দী কিন্তু দেখো পরিবেশ আগের থেকে কত সুন্দর ও জীবন্ত হয়ে উঠেছে। এখন আকাশ কত পরিস্কার, চারিদিকে মুক্ত বাতাস বইছে, প্রকৃতি আজ পাখির ডাকে মুখরিত হয়ে উঠেছে। কোথাও আজ কলকারখানার ধোঁয়া নেই। পুকুর, নদীর জল কত স্বচ্ছ। রাস্তায় এখন আর দুর্ঘটনা ঘটে না। মানুষ নিজের দোষে আজ কষ্টে আছে কিন্তু প্রকৃতি বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিয়েছে যে প্রকৃতির কাছে মানুষ খুবই তুচ্ছ।" রোশন দাদুর মুখে এই কথাগুলো শুনে বুঝতে পারে যে প্রকৃতি কতটা শক্তিশালী এবং তাকে ধ্বংস করতে গেলে মানুষ নিজেই বিপদে পড়বে। তাই রোশন দাদুকে কথা দেয় সে কোনোদিন প্রকৃতির ক্ষতি করবেনা বরং সে প্রকৃতিকে সুরক্ষা করার চেষ্টা করবে আর সে বেশি বেশি করে গাছ লাগাবে এবং তাদের যত্ন করবে। দাদু রোশনের কথা শুনে খুব খুশি হন আর তাকে আরও একটি কথা বলেন- "দাদুভাই তুমি যখন বড়ো হবে তখন নিউটন নামের এক বিজ্ঞানীর কথা জানতে পারবে, যিনি তাঁর তৃতীয় সূত্রে প্রমাণ করেছিলেন- প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এবং সেই সূত্র আজকের এই দুর্দিনে আরও একবার প্রমাণিত হল। তাই আজ থেকে কারোর ক্ষতি করার আগে একবার ভেবে নেবে সেটা মানুষ হোক বা প্রকৃতি নাহলে তুমি পরে নিজেই বিপদে পড়বে।" রোশন দাদুর কথায় সমর্থন প্রকাশ করার জন্য ঘাড় নেড়ে সম্মতি জানাল।
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।