বয়ে যায় যেন নদী, আমি নারীর মত
কেউ বোঝেনা ব্যথার ঢেউ উঠে কত।
ঢেউ উঠে মিশে যায় আবার উঠে ঢেউ
আমার হৃদয় তেমন বোঝে নাত কেউ।
বুক ভরা জল তবু তৃষ্ণা তৃষ্ণা তান
আমার হৃদয়ে ঠিক তেমনই গান।
মমতায় চেয়ে থাকে কত না পাদপ
আমার জীবনে ঠিক তেমন অনুভব।
নীলাকাশ বুকে তার কত করে হাসে
মনে হয় সুদূর হতে কত ভালোবাসে।
সুধানিধি রাতে যখন করে ঝিলমিল
মনে হয় আমার সাথে যেন তিলতিল
আজন্মের মিল,সেই সৃষ্টির আদি হতে
নারী নদীর একই রুপ এই জগতে।
পারাবারের প্রেমে যখন ঘটে অভিসার
নারী নদী মিশে তখন হয় একাকার।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং শরীফ মোঃ সালমান কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।