পথে কত পথ শিশু কেউ তারে আর ফিরে চায়,
ছোট লোক বলে মুখে কত চোখে চোখ-ফিরায়।
গা ময়লা সারা দেহ সারাদিন করে টোকাটুকি,
নয় তারা শিশু যিশু নয় আর সো-খোকা খুকি।
বড় লোক দেখে পড়ে হাত উঠে তারযে যায়,
দুই টাকা দেন ভাই তাই বলে ঘেনঘেনায়।
রোদ এলে ঝড় এলে মাথা গুঁজে কোথা রয়,
এর মাঝে থাকা বসা তাদের এ অধ্যায়।
দেখি যদি চোখ খুলে ঠিকঠাক অঙ্গের গা,
হাঁটা চলা কথা বলা একি সব মানুষের তা।
পথে পরে থাকে তারা হাত পাতা অভ্যাস,
ওরা কেনো আর নয় স্বাভাবিক বসবাস।
ওরা যদি ইসকুলে হয় যদি যেত তব আর,
ওদেরও হয় কেউ বিজ্ঞানী হলে হত তার।
রচনাকাল : ২৪/৪/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।