মহামারী দুর্যোগের
বিষাক্ত বায়ু এখন পৃথিবীর আনাগোনা করে,
মানুষেরা দুটিপাও রয়েছে সকলি বদ্ব ঘরে।
কই উপসনালয় কোথায় স্রষ্টার পুজোরি ওই
আসমান থেকে আনে খোদার মস্ত বড়াই
কোথায় তাদের দোয়া কোথা মৌলুবি পীর
কোথায় হিন্দু মন্দিরে কোথায় বিজ্ঞের বীর।
কোথায় কোন্দলি শক্তি কোথায়্- সেই ধর্মান্ধতা
কোথায় পথের চিহ্ন কোথায়-সেই বান্ধকতা
থামাসনা প্রার্থনায় ধার্মিকেরা ওতো কত মরে
বিষাক্ত বায়ু এখন পৃথিবী জুড়ে ভ্রমণ করে।
এতই পারিস ধর্ম দাবি করিস আল্লাহ্ ওলা
এতই দেখাস গীর্জা প্রার্থনার শ্রেষ্ঠ তোলা।
কোথায় তোদের দোয়া কোথায় তোদের মুখ
এই পৃথিবীর মানুষেরা কপালে ধুকায় ধুক।
কোথায় এত জানাজা মানুষের ধর্ম লোক
আজ কেনে তোরা সোরা পালিয়ে করিছ শোক।
কারা কারা সত্য বাদি দাবি করে আছ আগে থেকে
ধর্ম নামে অত্যাচারি আজ লুকে নিজে কই রাখে
ধর্ম মহাযেজ্ঞ বিজ্ঞ রাখ এই অন্ধকারে
দেখি তারি কত শক্তি ঠেকাতে ইমানে পারে।
এত ব্যবধানে করো মানুষ মানুষে খালি আরো
নিজের ধর্ম কেনেবা মুসকিল কেনো ঠেকেনারো।
মানুষ মানুষ তোর হানাহানি করে পেলে তার,
আজ যেন সব ঘরে পালাতক নিঃশ্বাসে যার।
ধার্মিকে অধার্মিক এ ঝরে পরে কত মৃত্যু লাশ
কেড়ে নিচ্ছে প্রাণঘাতী ছোঁয়াছি করোনা ভাইরাস।
রচনাকাল : ২২/৪/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।