, শহর : Hooghly-chinsurahপুরাতন দিনের কিছু কথা
আজ মনে পড়ে গেলো
আঘাত গুলো বুকের মধ্যে
পুনরায় বেজে উঠিল।
বাস্তব ময় এই জগতে
কেবল অবাস্তব আমি
কিছু সময় আর ফেরেনা
যেগুলো বড়ই দামি।
নক্ষত্রমন্ডল আর জগতের মাঝে
একাকি উল্কাপিণ্ড সম
জ্বলিয়া পুড়িয়া আছড়ে পড়ে
তারাখসা চিত্ত মম ।।
•••••} সৌরভ কর্মকার {••••
রচনাকাল : ৬/৪/২০২০