আর কী রঙে ফিরবে মানুষ
মানুষ কী রং চায়,
ভোরের কালে হাসি খুশি
সন্ধ্যায় কেঁদে যায়।
আজকের দেখা, সাধু জনই
লেজটা হঠাত্ গজায়
অপর ধনের খাবার আশায়
পাকরিয়ে লেজ মজায়।
কাঁধে কত কাঁধ মিলিয়ে
কতো বন্ধন বাসি,;
দাঁত দেখে তার অবাক হলাম
ক্ষত মুখের হাসি।
লাল হয়না আর সুখের বাড়ি
হয়না ঘরের দেয়াল,
যত দিছি রঙিন কালি
আছে পুরান খেয়াল ।
আকাশ তো আর সবুজ হয়না
সবুজ পাতা গাছ,
পাতা তো আর নীলও হয়না
মিলিয়ে দেখি বাচ্।
হলুদ গাঁদা সবুজ গাছে
সাদা পানি পড়ে,
নীল আকাশে কালো মেঘে
বিজলি রংটা ঝরে।
গোলাপি রং একটি গোলাপ
ফুটে আছে ডালে,
তাইতো দেখে ধূসর মাটি
হিংসা করে ছলে।
সাতটি রঙে বাহির জুড়ে
ভেতর চলে হ্যাঁয়,
কালো রঙের বেদনা কে
কেবা ঠেলে দেয়।
সকল রঙের কালি খানি
বেদনায় সব হারায়,
বেদনার রং কালো হয়ে
মনটাকে কাদায়।
রচনাকাল : ২৪/১/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।